এক নজরে রাজ্যের ঠিক কোন কোন জায়গায় লক ডাউন? রইল তালিকা

কলকাতা:  করোনা মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ সোমবাার বিকেল ৫টা থেকে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত লক-ডাউনের বিজ্ঞপ্তি জারি রাজ্যের৷ কলকাতা-সহ রাজ্যের ২৩টি জেলা সদরে এই লক-ডাউন কার্ষকর করা হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে৷ এই সময়ে প্রকাশ্যে ৭ জনের বেশি জমায়েত হওয়া যাবে না৷

লক-ডাউন অর্থাৎ অফিস, দোকানপাট থেকে গোডাউন সব কিছু বন্ধ থাকবে৷ তবে নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন মেডিসিন দোকান, মুদির দোকান, সবিজ বাজার এবং মাছ, মাংস, ডিম ও দুধের দোকান খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে৷ খোলা থাকবে  এছাড়াও চালু থাকবে অন-লাইন শপিং ব্যবস্থা৷ খোলা থাকবে ব্যংক, এটিএম, পোস্ট অফিস, ইন্টারনেট পরিষেবা৷

১কোচবিহার –জেলা শহর ২আলিপুরদুয়ার জেলা শহর, জয়গাঁও শহর ৩,জলপাইগুড়ি-জেলা শহর ৪কালিম্পিং জেলা শহর ৫,দার্জিলিং – দার্জিলিং কার্শিয়াং ও শিলিগুড়ি শহর ৬,উত্তর দিনাজপুর-পুরো জেলা ৭দক্ষিণ দিনাজপুর- জেলা শহর ৮মালদহ- গোটা জেলা ৯মুর্শিদাবাদ- গোটা জেলা ১০ নদিয়া- গোটা জেলা ১১বীরভূম- সব পুর-শহর ১২পশ্চিম বর্ধমান-পুরো জেলা ১৩,পূ্র্ব বর্ধমান- জেলা শহর, কালনা , কাটোয়া ১৪পুরুলিয়া-জেলা শহর ১৫বাঁকুড়া-জেলা শহর, বরজোড়া শহর, বিষ্ণুপুর শহর ১৬ পশ্চিম মেদিনীপুর- জেলা শহর, খড়গপুর, ঘাটাল,
এক নজরে রাজ্যের ঠিক কোন কোন জায়গায় লক ডাউন? রইল তালিকা

১৭ ঝাড়গ্রাম-জেল্ শহর ১৮,পূর্ব মেদিনীপুর-জেলা শহর, হলদিয়া শহর, দিঘা শহর,কোলাঘাট শহর, কাথি শহর ১৯, হাওড়া –গোটা জেলা ২০হুগলি-জেলা শহর, চন্দনগনগর,কোন্নগর,আরামবাগ, শ্রীরামপুর, ২১দক্ষিণ ২৪পরগণা-ডায়মন্ডহারবার,ক্যানিং, সোনারপুর, বারুইপুর,ভাঙড়, বজবজ, মহেশতলা ২২ উত্তর ২৪ পরগণা-সব পুর শহর, যার মধ্যে থাকছে সল্টলেক, নিউটাউন ২৩,কলকাতা –গোটা পুরসভা এলাকা

Post a Comment

أحدث أقدم