করোনার প্রভাবে গেঞ্জির বদলে তৈরি হচ্ছে মাস্ক | এখন বাংলা

হাওড়া: করোনা ভাইরাসের প্রভাবে কোথাও কোথাও ব্যবসার কাজের ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে । এই মারণ রোগ থেকে বাঁচতে ভিড় এড়াতে বলা হয়েছে, বলা হয়েছে বারবার হাত ধুতে এবং মুখে মাস্ক ব্যবহার করতে। কিন্তু এজন্য বাজারে প্রয়োজনীয় স্যানিটাইজার এবং মাস্কের অভাব দেখা দিয়েছে। পরিস্থিতি বুঝে হাওড়ার বেশ কিছু অঞ্চল যেখানে হোশিয়ারি কারখানায় গেঞ্জি জাঙ্গিয়া তৈরি হতো সেখানে এখন কর্মীরা মাস্ক তৈরিতে মন দিয়েছেন।

হাওড়ার সালকিয়া পিলখানা কদমতলা উনসানি সহ বিভিন্ন স্থানে ঘরে ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু এইসব গেঞ্জি কারখানা। এখন এইসব হোশিয়ারি কারখানাগুলিতে যাদের কাছে ‘ফ্যাট লক’ মেশিন আছে তারা নজর দিয়েছে মাস্ক উৎপাদনে।

ইতিমধ্যে বাজারে চাহিদা মতো মাস্ক না থাকায় তা নিয়ে কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এইসব জায়গায় মাস্ক উৎপাদন করা হলে চাহিদা পূরণ করা হবে বলেই মনে করা হচ্ছে।

শুধু এরাজ্য নয়, প্রতিবেশী রাজ্য গুলি থেকেও অর্ডার এসেছে বলে জানা গিয়েছে। তবে এই মাস্ক উৎপাদন করতে গিয়ে কাঁচামাল পাওয়া নিয়ে অসুবিধা হচ্ছে এবং সেগুলির দাম বাড়িয়ে দিয়েছে বলে কারিগররা জানিয়েছেন। অন্যদিকে অভিযোগ বড় মুনাফার কথা ভেবেই এখানে এখন মাস্ক‌ উৎপাদন শুরু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post