করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। চিনের পাশাপাশি এই ভাইরাসের কবলে পড়ছে বিশ্বের অন্যান্য দেশও। অনেকে বলছেন, ভাইরাসটি এসেছে সাপ কিংবা বাদুড় থেকে। কিন্তু এবার নতুন দাবি তুলেছেন, ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের প্রাক্তন কর্মকর্তা ও জীবাণু অস্ত্র বিশারদ ড্যানি শোহাম।
ইসরায়েলি জীবাণু অস্ত্র বিশারদের দাবি, চিনের গোপন অস্ত্র গবেষণাগার থেকেই রহস্যময় করোনা ভাইরাস ছড়িয়েছে। দ্য ওয়াশিংটন টাইমসকে তিনি জানিয়েছেন, উহানে চীনের গোপন জীবাণু অস্ত্র গবেষণা কার্যক্রমের ল্যাবরেটরি রয়েছে। সেখান থেকেই করোনা ভাইরাস প্রথম ছড়িয়ে থাকতে পারে। তবে চিনের তরফে এই জীবাণু অস্ত্র গবেষণার কথা অস্বীকার করা হয়েছে।
ড্যানি শোহাম কিন্তু এলেবেলে লোক নন। ১৯৭০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাবাহিনীর হয়ে মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে জীবাণু ও রাসায়নিক অস্ত্র নিয়ে কাজ করেছেন তিনি। মাইক্রোবায়োলজিতে পিএইচডিও করেছেন তিনি।
করোনা ভাইরাস কী?
করোনাভাইরাস এমন এক ভাইরাস, যা প্রথমে আক্রমণ করে ফুসফুসে। ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে তা মা’রাত্মক আকার ধারণ করে।
করোনা ভাইরাসের লক্ষণগুলি দেখুন –
যে লক্ষণগুলো রয়েছে খুবই সাধারণ। সর্দি-কাশি, মাথাব্যথা, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, শ্বাসকষ্টের সঙ্গে জ্বর হয়ে থাকে।
কীভাবে ছড়ায়?
১. এই ভাইরাস একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায়।
২. এমনকি করমর্দন থেকেও এই রোগ ছড়াতে পারে।
৩. রোগী জিনিস ধরার পর ভালো করে হাত না ধুয়ে চোখ, মুখ, ও নাকে হাত দিলে এই রোগ ছড়াতে পারে।
৪. হাঁচি-কাশি থেকেও এই রোগ ছড়াতে পারে।
৫. আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এলে সংক্রামণের সম্ভাবনা।
কীভাবে প্রতিরোধ করবেন?
১. রোগীর কাছ থেকে আসার পর ভালো করে হাত ধুতে হবে।
২. নাক-মুখ ঢেকে হাঁচুন, কাশুন।
৩. জনবহুল স্থান এড়িয়ে চলুন।
Post a Comment