দুটি মিসাইল টেস্ট করে পরপর উত্তর কোরিয়া৷ দুটিই স্বল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল৷ শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টায় কোরিয়ান পেনিনসুলায় উপকূলে কোনও একটি জায়গায় মিসাইল দুটি টেস্ট করা হয়
কিম জং উন
#পিয়ংইয়ং: গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের মহামারির সঙ্গে মোকাবিলা করে নাজেহাল৷ একের পর এক মৃত্যু বিভিন্ন দেশে৷ তখন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন এ সবের ঊর্ধ্বে৷ এই কঠিন সময়ে উত্তর কোরিয়া একটি প্রচণ্ড শক্তিশালী মিসাইল টেস্ট করল৷
দুটি মিসাইল টেস্ট করে পরপর উত্তর কোরিয়া৷ দুটিই স্বল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল৷ শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টায় কোরিয়ান পেনিনসুলায় উপকূলে কোনও একটি জায়গায় মিসাইল দুটি টেস্ট করা হয়৷
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, শনিবার ওই শক্তিশালী মিসাইলটি টেস্ট করেছে উত্তর কোরিয়া৷ উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি (এই অ্যাসেম্বলিকে রাবার-স্ট্যাম্প লেজিসলেচার বলা হয়, কারণ এই বিধানসভার আদতে কোনও ক্ষমতা নেই) চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে৷ ওই নির্দেশ দেওয়ার ঠিক আগেই মিসাইল টেস্ট করা হয়৷
মিসাইল টেস্টের সময় উত্তর কোরিয়া সরকারের ৭০০ জন শীর্ষস্থানীয় আধিকারিকের উপস্থিতিতে মিসাইলটি টেস্ট করা হয়৷ ছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন-ও৷ বিশ্লেষকরা বলছেন, করোনা ভাইরাসে যখন কাঁপছে বিশ্ব, তখন নিজেদের শক্তিশালী প্রমাণ করার জন্যই এই মিসাইলটি টেস্ট করল উত্তর কোরিয়া৷
উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত একটি নিউজ ওয়েবসাইট NKNews ট্যুইটারে লিখেছে, 'এটা যদি চলতে থাকে, তা হলে করোনা ভাইরাস রুখতে উত্তর কোরিয়া যে কতটা আত্মবিশ্বাসী, তার বড় প্রমাণ বিশ্বের কাছে৷'
যদিও উত্তর কোরিয়ার এই কীর্তির তীব্র নিন্দা করছে আন্তর্জাতিক বিশ্ব৷
إرسال تعليق